ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিকৃবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সব্যসাচী নিলয়, সিকৃবি
🕐 ৮:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২২

সিকৃবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল পরিচালিত ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার ডিগ্রী প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী সভা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে প্রশাসন ভবন সংলগ্ন সড়কে কৃষিবিদ ইনস্টিটিউশনের সিলেট জেলা শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কৃষিবিদরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় কৃষিবিদ ইনস্টিটিউশনের জেলা শাখার সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ড. সালাহ উদ্দীন আহমদের সঞ্চালনায় অধ্যাপক ড. মো. নূর হোসেন মিঞা, অধ্যাপক ড. মো. আবুল কাশেম, অধ্যাপক ড. মো. মেহেদী হাসান, অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দোউল্লা, অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান (আশিক), সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কৃষিতে ডিগ্রী না দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সিট বাড়ানো যেতে পারে। দেশে অনেক নতুন কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে, যেখান থেকে আরও কৃষি গ্রাজুয়েট তৈরী হবে।

এছাড়া অন্যান্য বক্তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কৃষির মত গুরুত্বপূর্ণ ও প্রায়োগিক শিক্ষার জন্য স্নাতক ডিগ্রী চালুর নিন্দা জানিয়ে এর বিকল্প বেছে নিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এসময় তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কৃষিতে স্নাতক ডিগ্রীর মান নিয়েও সংশয় প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) কৃষিতে স্নাতক ডিগ্রীর ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে জুলাই-ডিসেম্বর সেমিস্টারে ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার ডিগ্রীর ১ম ব্যাচে ৫০টি আসনে ভর্তির আহ্বান জানানো হয়।

 
Electronic Paper