ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সার ডিজেল কেরোসিন পেট্রোলসহ নিত্য প্রয়োজনীয় 

জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
🕐 ৮:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২

জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

সার, ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেনসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম চরম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন পালিত হয়েছে।

শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের গানাসার্স মার্কেটের সামনে এই কর্মসূচি পালিত হয়।

ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জেলা সাধারণ সম্পাদক মিলন কান্তি বর্মন, সদস্য আব্দুল মতিন মোল্লা, অ্যাড. আশরাফ আলী প্রমুখ।

অবিলম্বে দেশের মানুষের স্বার্থে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য সরকারের নিকট জোর দাবি জানান মানববন্ধনে বক্তারা।

 
Electronic Paper