ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইবি প্রতিনিধি
🕐 ৮:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২

ইবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি ভবনে প্রায় ৯৫ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতিতে ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অভিন্ন প্রশ্নপত্রে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানবিক অনুষদভুক্ত বি ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ইবি কেন্দ্রে প্রায় ৭ হাজার ৫৮৫ জন ভর্তিচ্ছুর আসন বিন্যাস করা হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুসালাম। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বি ইউনিটের সমন্বয়ক ড. রাসিদুজ্জামান বলেন, বি ইউনিটের পরীক্ষায় প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা কোন অপ্রিতিকর ঘটনার খবর পাইনি।

 
Electronic Paper