ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ)
🕐 ১:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জের হরিরামপুরে সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রাজাকে মিথ্যা মামলা ও ভিত্তিহীন বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভুগি।

শনিবার (১৩ আগস্ট) সকালে হরিরামপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ জুলাই ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের ২য় দিন পূর্বে একটি কুচক্রী মহল তার রাজনৈতিক প্রতিপক্ষ ঘৃন্য ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলার আসামী করে তাকে গ্রেফতার করা হয় এবং ৭ দিন পরে তিনি জামিনে মুক্তি পান।

কিন্তু শুধুমাত্র মামলা দিয়ে শান্ত না হয়েও কিছুদিন পরই উপজেলার বিজয়নগর গ্রামের অজ্ঞাত ও ছদ্মনামে মো. কামাল হোসেনের পুত্র আনোয়ার হোসেন ব্যক্তির নাম দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা অভিযোগ দিয়ে রবিউল ইসলাম রাজাকে হয়রানি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, রাজনৈতিক একটি কুচক্রী মহল আমার নামে চক্রান্ত করছে। মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা ও বানোয়াট অভিযোগের কারনে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে আর এধরনের ঘৃন্য চক্রান্ত ও ষড়যন্ত্রের শিকার না হয় সেজন্য তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন, বয়ড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি টিপু দেওয়ান, সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন পোদ্দার প্রমুখ।

 
Electronic Paper