ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাত পোহালেই বুটেক্সে ভর্তি পরীক্ষা

মু. গোলাম কবীর হিমুল, বুটেক্স
🕐 ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২২

রাত পোহালেই বুটেক্সে ভর্তি পরীক্ষা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের লেভেল-১–এর ভর্তি পরীক্ষা আগামীকাল (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে মোট আবেদন করেছেন ১২৮৬৩ জন, এবার আবেদনকৃত সকল শিক্ষার্থী-ই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন।

রাজধানীর ঢাকা সিটি কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)- এই পাঁচটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে(ভর্তি রোলঃ ১০০০০০১-১০২১০০) ২১০০ শিক্ষার্থী,সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে (ভর্তি রোলঃ১০২১০১-১০৪১০০) ২০০০ শিক্ষার্থী, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে (ভর্তি রোলঃ ১০৪১০১-১০৬৬০০) ২৬০০ শিক্ষার্থী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে (ভর্তি রোলঃ ১০৬৬০১-১০৯৬০০) ৩৬০০ শিক্ষার্থী এবং বুটেক্স কেন্দ্রে (ভর্তি রোলঃ ১০৯৬০১-১১২৪৬৩) ৩২৬৩ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন।

এবার ১০টি বিভাগে মোট ৬০০ শিক্ষার্থী বুটেক্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বেন ২১ জন। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সর্বশেষ তারিখ ৩১ আগস্ট।

এবারের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২১ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি (গণিত, পদার্থ ও রসায়ন) নির্ধারিত ছিল, সে অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে ইংরেজির ক্ষেত্রে ‘ফাংশনাল ইংলিশ’ অনুসরণ করা হবে। গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০, ইংরেজি ২০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। কোনো বিষয়ে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে না।

 
Electronic Paper