ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ওয়ার্কশপের আড়ালে মাদকের ব্যবসা গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
🕐 ২:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২২

ওয়ার্কশপের আড়ালে মাদকের ব্যবসা গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসি- রেফ্রিজারেটর এর আড়ালে বিভিন্ন বাসা-বাড়িতে মাদক সরবরাহের অভিযোগে রবেল চন্দ্র দাস (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে ১১ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১০ আগস্ট) বিকালে জেলার বেগমগঞ্জের জমিদারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল বিদেশি মদ ও ২০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার রুবেল চন্দ্র দাস বেগমগঞ্জের ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের সেতুভাঙা এলাকার গনেশ চন্দ্র দাসের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, রুবেল দীর্ঘদিন রেফ্রিজারেটর ও এসি ওয়ার্কশপের কর্মচারীর আড়ালে বাসা-বাড়িতে মাদক সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তাকে জমিদারহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৮ বোতল বিদেশি মদ, পাঁচ বোতল ফেনসিডিল ও নগদ ২৫ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের ফরাজী বাড়ির পুকুরের দক্ষিণ পাড় থেকে আরও ১২ বোতল বিদেশি মদ ও ১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

 

 
Electronic Paper