ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুমিল্লায় দুই ফি‌লিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

নাজমুল সবুজ, কুমিল্লা
🕐 ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ০৭, ২০২২

কুমিল্লায় দুই ফি‌লিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

কুমিল্লায় তেলের পরিমাপে কারচুপি করার অভিযোগে দুইটি ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের কুমিল্লা জেলা কার্যালয়।

 

রোববার দুপুরে (৭ আগস্ট) নগরীর পদুয়ার বাজার, আ‌লেখারচর ও কালাকচুয়া বিশ্ব‌রোড এলাকার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

রোববার বেলা ১১ টা হতে কু‌মিল্লা বিএস‌টিআই অফিসের সহায়তায় ফি‌লিং স্টেশনগু‌লো‌তে এই বি‌শেষ তদার‌কি অভিযান প‌রিচালনা করা হয়। এতে ১২টি ফি‌লিং স্টেশ‌নের ওজন প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয় এবং ভোক্তা‌কে প্রতিশ্রুত প‌রিমা‌পে জ্বালা‌নি সরবরাহ করা হ‌চ্ছে কিনা যাচাই করা হয়। এসময় প‌রিমা‌পে কারচুপি করায় (‌ভোক্তা‌কে প্রতিশ্রুত প‌রিমা‌ণ অ‌পেক্ষা কম প‌রিমা‌ণে তেল সরবরাহ করায়) এবং প‌রিমাপক য‌ন্ত্রে কারচূুপি করায় সুরাতলী পদুয়‌ার বাজার এলাকার রিভার‌ভিউ সিএন‌জি ফি‌লিং স্টেশন (প্রা.) কে এক লক্ষ টাকা এবং প‌রিমা‌পে কারচুপি করায় কালাকচুয়‌া এলাকার ইস্ট জোন ফি‌লিং স্টেশন কে ৫০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠান‌কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

কুমিল্লা ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম বলেন,মোট ১২‌টি ফি‌লিং স্টেশ‌নের ৩০‌টি প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয়। এ অ‌ভিযা‌নে প‌রিমাপক ইন্সট্রু‌মেন্টসহ বিএস‌টিআই কু‌মিল্লা আঞ্চ‌লিক কার্যাল‌য়ের প‌রিদর্শক মোহাম্মদ আ‌নিছুর রহমান এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

 
Electronic Paper