ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সার ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে দিশেহারা গঙ্গাচড়ার কৃষক

নির্মল রায়,গঙ্গাচড়া(রংপুর)
🕐 ৬:৪১ অপরাহ্ণ, আগস্ট ০৭, ২০২২

সার ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে দিশেহারা গঙ্গাচড়ার কৃষক

সার ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার কৃষকরা। এতে উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা জানিয়ে তারা সার ও ডিজেলের মূল্য কমানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

 

উপজেলার লক্ষীটারী ইউনিয়নের শংকর দহ এলাকার কৃষক জমির উদ্দিন জানান, ডিজেলের দাম বাড়ায় এখন জমি চাষ করতে শতক প্রতি দিতে হচ্ছে ২০ টাকা আর কয়েকদিন আগে দিতে হতো ১৫ টাকা।

এছাড়া সাড়ের দাম কেজি প্রতি সরকার বাড়িয়েছে ৬ টাকা। এতে ফসলের যত ফলনই হউক না কেন ফসল তোলার পর আমাদের লোকশান হবে।

বড়বিল ইউনিয়নের ঠাকুড়াদহ গ্রামের কৃষক আমিনুর রহমান বলেন, সার ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতি বিঘায় খরচ বাড়বে প্রায় ৯৫০ থেকে ১০০০ টাকা।
এছাড়া অনাবৃষ্টির কারণে এ বছর সেচ দিয়ে ধান আবাদ করতেও কৃষকের পড়তে হয়েছে বিপাকে। এ অবস্থায় ধান উৎপাদনের খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম বলেন, ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের সহোযোগিতা করা হবে।

 

 
Electronic Paper