ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বন্দনা

ডালিয়া পারভীন
🕐 ৫:৫৫ অপরাহ্ণ, আগস্ট ০৫, ২০২২

বন্দনা

ফসিল ফলনে আজ আঁতুরে চাওয়া রূপ পায়
জন্ম জন্মান্তরের আরাধ্য চরণে জপি কৃতজ্ঞতায়।
কষ্টের কলসি পড়ে উপচে, সবেতে টপকাতে যায় সময়
পাশের ফলাফলে কালের উত্তীর্ণ ধৈর্য-পরীক্ষায়.....।

 

যে জানুক যা,জনতার জানায় কী বা আসে যায়
সত্যটা জানে আল্লাহ, কেউ বাঁধ সাজলেই কী বা হয়!
ভয় নাই, নাই আর, ভাবি তাই আসুক যতই বিপদ বালা
চুপেচাপে রয়ে সহে, মানি যন্ত্রণা তবু দিয়ে যাই মালা।

এতটুকু বুঝেছি মনোদগ্ধে ভিজেছি কেউ ধরেনি ছাতা
তাতে কী!নিজ হাতে প্রতিদান যায় দিয়ে শুধুই বিধাতা।
তাইতো সব ফেলে, ধরে আছি, মাবুদ, পুণ্য পথে হাঁটি
ফাঁকাসব আসল দয়া, ভরসা তোমাতে, তুমি দাও খাঁটি।

 
Electronic Paper