ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নালিতাবাড়ীতে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
🕐 ৯:২৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২

নালিতাবাড়ীতে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৫ নং রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে মোটরসাইকেল প্রতিকের প্রার্থী খোরশেদ আলম খোকা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বিল্লাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৩০ মার্চ উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চেয়ারম্যান আমানউল্লাহ বাদশা অসুস্থ্যতাজনিত কারনে মৃত্যুবরন করার পর ওই ইউনিয়নে চেয়ারম্যান উপনির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হাফিজুল ইসলাম জুয়েল নৌকা, স্বতন্ত্র খোরশেদ আলম খোকা মোটরসাইকেল, বিএনপি সমর্থিত ফজলুল হক দেলুয়ার ঘোড়া ও স্বতন্ত্র রফিকুল ইসলাম পাঠান আনরস প্রতিকে প্রতিদ্বন্ধিতা করেন।

বুধবার ভোটগ্রহনের ফলাফলে বিজয়ী মোটরসাইকেলের প্রতিকের প্রাপ্ত ভোট ৪ হাজার ৭২, নিকটতম প্রতিদ্বন্ধি নৌকা ২ হাজার ৮০৩, ঘোড়া ২ হাজার ৬৭৬ ও আনারস ১৭১ ভোট পেয়েছেন। প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র মোটরসাইকেল প্রতিকের প্রার্থী খোরশেদ আলম খোকাকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা করা হয়।

 
Electronic Paper