ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ৮:০৬ অপরাহ্ণ, নভেম্বর ০৭, ২০১৮

১। বাঙালিদের ওপর কোন নর গোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?
ক) অস্ট্রিক  খ) দ্রাবিড়
গ) মঙ্গোলীয় ঘ) ককেশীয়

২। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে?
ক) ১৯৮০ খ) ১৯৮৩
গ) ১৯৮১ ঘ) ১৯৮২
৩। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
ক) রাশিয়া খ) বাংলাদেশ
গ) ভারত ঘ) চীন
৪। মার্কিন আইনসভার নাম কী?
ক) নেসেট খ) ডায়েট
গ) কংগ্রেস ঘ) লয়া জিরগা
৫। নাসাকা কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
ক) চীন খ) মিয়ানমার
গ) মঙ্গোলিয়া ঘ) কঙ্গো
৬। এডলফ হিটলার কোন দেশের?
ক) জার্মানি খ) সুইজারল্যান্ড
গ) ফ্রান্স ঘ) অস্ট্রিয়া
৭। ‘A Long Walk to Freedom’ কার রচিত গ্রন্থ?
ক) মহাত্মা গান্ধী
খ) জওহরলাল নেহেরু
গ) নেলসন ম্যান্ডেলা
ঘ) মুহম্মদ আলী জিন্নাহ
৮। ‘ফেয়ারফ্যাক্স’ কী?
ক) সংবাদসংস্থা খ) গোয়েন্দা সংস্থা
গ) মহাকাশ সংস্থা ঘ) সাহিত্য সভা
৯। বাংলাদেশকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
ক) ভারত খ) ভুটান
গ) পাকিস্তান ঘ) সেনেগাল
১০। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?
ক) জিম্বাবুয়ে খ) ভেনিজুয়েলা
গ) দক্ষিণ সুদান ঘ) সিরিয়া
১১। ক্যাটালন কোন দেশের ভাষা?
ক) স্পেন খ) ফ্রান্স
গ) বেলজিয়াম ঘ) ব্রাজিল
১২। হাজার হ্রদের দেশ কোনটি?
ক) নরওয়ে খ) ইন্দোনেশিয়া
গ) রাশিয়া ঘ) ফিনল্যান্ড
১৩। ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমানা?
ক) ভারত-চীন
খ) বাংলাদেশ ও ভারত
গ) ভারত-পাকিস্তান
ঘ) পাকিস্তান ও আফগানিস্তান
১৪। কোন প্রণালী ইউরোপ হতে আফ্রিকাকে পৃথক করেছে?
ক) বেরিং খ) সুয়েজ
গ) পানামা ঘ) জিব্রাল্টার
১৫। বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রুট’-এর প্রবক্তা কোন দেশ?
ক) ইরান খ) ভারত
গ) যুক্তরাষ্ট্র ঘ) চীন
১৬। নিচের কোনটি নগররাষ্ট্র?
ক) পানামা খ) কোস্টারিকা
গ) মালদ্বীপ ঘ) সিঙ্গাপুর
১৭। ২০১৭ সালে শান্তিতে নোবেলজয়ী সংগঠন?
ক) জাতিসংঘ খ) রেডক্রস
গ) ICAN ঘ) WHO
১৮। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি?
ক) ৩ খ) ৬ গ) ৫ ঘ) ৭
১৯। ‘বলশেভিক বিপ্লব’-এর স্থায়িত্ব কতদিন ছিল?
ক) ১০ খ) ২০ গ) ৪০ ঘ) ৬৯
২০। কোনটি মৃতসাগর?
ক) জর্ডান খ) লোহিত সাগর
গ) পারস্য উপসাগর
 ঘ) কাস্পিয়ান সাগর


২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১ ক, ২ ঘ, ৩ ঘ, ৪ গ, ৫ খ, ৬ ক, ৭ গ, ৮ খ, ৯ ক, ১০ খ, ১১ ক, ১২ ঘ, ১৩ গ, ১৪ ষ, ১৫ ঘ, ১৬ ঘ, ১৭ গ, ১৮ গ, ১৯ ক, ২০ ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper