ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এবার ছুটি চান সাকিব

ক্রীড়া প্রতিবেদক
🕐 ৭:৪৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২

এবার ছুটি চান সাকিব

অনেক নাটকীয়তার পর গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যান সাকিব আল হাসান। সফরে গেলেও টেস্ট সিরিজ না খেলেই দেশে ফেরেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজে চলতি সফরে যাওয়ার আগেই সাকিব আল হাসানকে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয়। চার বছর অধিনায়ক হওয়া সাকিবের নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ।

২ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এরপর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজে খেলে ওয়ানডে সিরিজে ছুটি চান সাকিব।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার মিরপুরে বোর্ড মিটিং শেষে পাপন বলেন, ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে সাকিব একবার বলেছিল, সে টেস্ট খেলবে না, ওডিআই টি-টোয়েন্টিতে খেলবে...। যদিও আমার সঙ্গে এসব বলেনি। তবে পরে যখন আমার সঙ্গে কথা হয়েছে, তখন বলেছে সে টেস্ট খেলবে।

তিনি আরও বলেন, তারপর শুনলাম সে মৌখিকভাবে নাকি জালাল ইউনুসকে (ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান) বলেছে, ওয়ানডেতে নাও খেলতে পারে।

পাপন আরও বলেন, এখনো যেহেতু হাতে সময় আছে...। তার সঙ্গে কথা বলে আগামী কয়েক দিনে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। তারপর হয়তো আমরা সিদ্ধান্ত নিতে পারব।

আগামী ২, ৩ ও ৭ জুলাই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।

 
Electronic Paper