ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পত্নীতলায় দিনের বেলায় ডাকাতি

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ)
🕐 ৯:১৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২

পত্নীতলায় দিনের বেলায় ডাকাতি

নওগাঁর পত্নীতলার নজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ড হরিরামপুর এলাকার তিনতলা একটি বাড়ির ২য় তলায় বুধবার দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

স্থানীয় ও বারিওয়ালা সূত্রে জানা যায় ডাকাতরা ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

বাড়ীর মালিক ডা.পরিমল জানান, সকালে বাড়ীর সবাই আমরা আত্মীয়র বাসায় দাওয়াতে যাই দুপুরের পরে আমি ফিরে আসি চেম্বারে রোগী দেখছিলাম এমন সময় বাসা থেকে একজন ফোন দিয়ে বাসায় আসতে বলে ফিরে এসে দেখি দরজার হ্যাসবোল্ট কাটা ভেতরে ঢুকতেই বেড রুমেও একই অবস্থা রুমে ঢুকতেই আসবাবপত্র এলোমেলো আলমারির ড্রয়ার সিন্ধুক ভাঙ্গা ওখানে রাখা আমার মেয়ের বিয়ে উপলক্ষে, আমার শ্যালিকা, জেশ্বশের মোট ২৫ ভরি সোনা ও নগদ ৩ লাখ টাকা ছিল সেগুলো নেই পরে চিৎকার চেচামেচি করলে আশপাশের মানুষ এগিয়ে আসে এর পর কাউন্সিলর আপেল মাহমুদ ও থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে গেছেন।

কাউন্সিলর আপেল মাহমুদ বলেন, আমি বাসার অবস্থা দেখেছি আমার কাছে ঘটনা সঠিক বলে মনে হয়েছে। দিনের বেলায় এরকম ঘটনা আগে কখনো ঘটেনি খুবই দুঃখজনক।

পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রথমিক ভাবে মনে হচ্ছে ডাকাতির ঘটনা ঘটেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
Electronic Paper