ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোরে মাদকবিরোধী র‌্যালি 

নাজমুল হাসান, নাটোর
🕐 ২:২৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২

নাটোরে মাদকবিরোধী র‌্যালি 

‘মুজিব বর্ষের অঙ্গীকার মাদক করবো পরিহার’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক র‌্যালী বের করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমানসহ অন্যান্য কর্মকর্তবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, মাদক একটি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। মাদকের অপব্যবহারের ফলে যুবসমাজ নিজেকে তথা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে। যাতে করে অল্প বয়সী ছেলেরা অসৎসঙ্গে গিয়ে মাদকাসক্ত হতে না পারে, সেজন্য অভিভাবকদের সচেতন থাকারও আহবান জানান তিনি। পরে মাদকদ্রব্য বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 
Electronic Paper