ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যে কারণে সেভেরোদোনেৎস্ক থেকে সরে গেছে ইউক্রেনীয় সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১০:৪৩ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২২

যে কারণে সেভেরোদোনেৎস্ক থেকে সরে গেছে ইউক্রেনীয় সেনারা

লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক শহর থেকে সরে গেছে ইউক্রেনীয় সেনারা।

তারা সরে যাওয়ার পর সেভেরোদোনেৎস্ক এখন পুরোপুরি রাশিয়ার দখলে চলে এসেছে।

তবে ইউক্রেনের গোয়েন্দা এজেন্সির প্রধান কর্মকর্তা জানিয়েছেন, সেভেরোদোনেৎস্ক থেকে ইউক্রেনের সেনাদের সরে যাওয়ার বিষয়টি একটি ‘কৌশলগত’ সিদ্ধান্ত।

সেনাদের সরে যাওয়ার বিষয়ে গোয়েন্দা এজেন্সির প্রধান বলেছেন, ইউক্রেন সেনাদের সেভেরোদোনেৎস্কের ধ্বংসস্তুপ থেকে সরিয়ে লিসিচানস্কে পুনরায় জড়ো করছে, রাশিয়ার ওপর কৌশলগত সুবিধা অর্জনে।

কিয়েভে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে গোয়েন্দা প্রধান কায়রাইলো বুদানোভ বলেছেন, ইউক্রেনের সেনারা লিসিচান্সক থেকে রুশদের প্রতিহত করার বিষয়টি চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, সেভেরোদোনেৎস্কে যা হচ্ছে সেগুলো হলো আমাদের সেনাদের কৌশলগত পুনরায় জড়ো হওয়া। এখান থেকে সেনাদের সরিয়ে ভালো অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে যেন কৌশলগত সুবিধা পাওয়া যায়। রাশিয়া এ কৌশল কাজে লাগিয়েছে। মারিউপোলে কাজে লাগিয়েছে।

ইউক্রেনের প্রধান কর্মকর্তা জানান, রাশিয়ার অব্যহত আক্রমণের কারণে ইউক্রেনীয় সেনাদের সেখানে থাকা আর সম্ভব হচ্ছিল না।

সূত্র: আল জাজিরা

 
Electronic Paper