ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘পদ্মা সেতু কোনও ব্যক্তিগত নয়, জাতীয় সম্পদ’: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:৫৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২

‘পদ্মা সেতু কোনও ব্যক্তিগত নয়, জাতীয় সম্পদ’: কাদের সিদ্দিকী

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে উপস্থিত থাকতে পেরে উচ্ছ্বসিত কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাস্তব রূপ নেয়া পদ্মা সেতু বিশ্বে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করবে।

শনিবার (২৫ জুন) মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সমাবেশস্থলে সাড়ে ৩ হাজার অতিথি উপস্থিত ছিলেন। এর মধ্যে আমন্ত্রিত হয়ে এসেছিলেন কাদের সিদ্দিকী।

তিনি বলেন, যেদিন দেশ স্বাধীন হয়েছিল, একমাত্র বাঙালি হিসেবে আমি নিয়াজীর (মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ডের অধিনায়ক) সামনে গিয়েছিলাম। সেটা আমার সৌভাগ্য ছিল। আজ বহু আকাঙ্খার পদ্মা সেতুর শুভ উদ্বোধনে আসতে পেরেছি। এটাও আমার জন্য সৌভাগ্যের।

কাদের সিদ্দিকী বলেন, পদ্মা সেতু কোনও ব্যক্তিগত নয়, জাতীয় সম্পদ। বঙ্গবন্ধুর কন্যার দৃঢ়তায় এটা তৈরি হয়েছে। এখন বিশ্বের আদালতেও আমাদের সম্মান বৃদ্ধি পাবে। দেশে আমরা কিছু করতে পারি, এটা মানুষ বুঝতে পেরেছে। তাদের মনোবল আরও বাড়বে।

এখন জননেত্রী শেখ হাসিনার উচিত হবে-সার্বিকভাবে মানুষের সহযোগিতা কামনা করা বলে মন্তব্য করেন তিনি।

 
Electronic Paper