ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নতুন গন্তব্যের খোঁজ পেল গ্যারেথ বেল

ক্রীড়া ডেস্ক
🕐 ৯:৫৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২

নতুন গন্তব্যের খোঁজ পেল গ্যারেথ বেল

রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া ওয়েলস জাতীয় ফুটবল দলের অধিনায়ক গ্যারেথ বেলের সম্ভাব্য যোগদান নিয়ে চ্যাম্পিয়নশিপের ক্লাব কার্ডিফের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তার প্রতিনিধিরা।

মাদ্রিদে দীর্ঘ ৯ বছর কাটানোর পর চুক্তির মেয়াদ শেষে বিনা ট্রান্সফারে দলবদল করতে যাচ্ছেন বিশ্ব ফুটবলে একসময়ের সবচেয়ে দামী তারকা বেল। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপে ওয়েলসের হয়ে খেলার আগে ব্লুবার্ডসে যোগ দেয়ার বিভিন্ন দিক বিবেচনা করছেন।

বর্তমানে কার্ডিফের চেয়ারম্যান মেহমেত ডালম্যানের সঙ্গে আলোচনা চলছে বলে বিবিসি স্পোর্টসকে নিশ্চিত করেছেন বেলের প্রতিনিধিরা।

পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী ওয়েলসম্যানের সামনে অবশ্য বেশ কিছু বিকল্পও রয়েছে। সাবেক ক্লাব টটেনহ্যাম, নিউক্যাসল এবং এমএলএস এর ক্লাবে খেলার সুযোগ রয়েছে তার সামনে।

কার্ডিফের ক্লাবে খেলাকেই তিনি গুরুত্ব দিচ্ছেন বলে ধারনা করা হচ্ছে। তবে বিশ্বকাপের আগে নিজের মান ধরে রাখতে সেটি কতটুকু যুক্তিযুক্ত হবে সেটিও খতিয়ে দেখছেন তিনি।

 
Electronic Paper