ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জবিতে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

জবি প্রতিনিধি
🕐 ৮:৪৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০২২

জবিতে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

জগন্নাথ বিশ্বিবিদ্যালয়ে (জবি) সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠান শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।

শুক্রবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ২১৫ নাম্বার রুমে সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়।

কর্মশালায় সংবাদের উপাদান ও পারিপার্শ্বিকতা বিষয়ে কথা বলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, মোবাইল জার্নালিজম ও পারিপার্শ্বিকতা নিয়ে আলোচনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্যাম্পাস সাংবাদিকতায় চলতে ফিরতে শেখা নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমরান আহমেদ অপু।

প্রশিক্ষণ কর্মশালাটি জবি প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বিডি নিউজটোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেন।

 
Electronic Paper