ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চীনে ইলেকট্রিক গাড়ি পড়ে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৫:৪১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২২

চীনে ইলেকট্রিক গাড়ি পড়ে নিহত ২

চীনের সাংহাইয়ে একটি ভবনের তৃতীয় তলা থেকে একটি ইলেক্ট্রিক গাড়ি পড়ে গিয়ে দুইজন নিহত হয়েছেন। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এনআইও জানিয়েছে, সাংহাইয়ে তাদের সদর দপ্তরের তৃতীয় তলা থেকে গাড়িটি নিচে পড়ে যায়। এতেই ঘটে দুর্ঘটনা।

নিহতরা হলেন, এনআইও কোম্পানির একজন কর্মী ও এর একজন শেয়ার কোম্পানির এক ব্যক্তি। স্থানীয় সময় বুধবার(২২ জুন) বিকাল ৫টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।

কোম্পানিটি আরও জানিয়েছে যে, এটি অবিলম্বে সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় ঘটনার তদন্ত শুরু করেছে।

তৃতীয় তলা যেখান থেকে গাড়িটি পড়ে যায় সেটিকে শোরুম..., পরীক্ষা-নিরীক্ষা বা গাড়ির পার্ক বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে।

বৈদ্যুতিক যানবাহন শিল্পে আধিপত্য বিস্তার করতে চীনের স্বদেশি ড্রাইভের শীর্ষে রয়েছে এনআইও৷ ঘন ঘন চার্জ করার বিষয়ে গ্রাহকের উদ্বেগ দূর করার উপায় হিসাবে এটি তার গাড়িতে বিনিময়যোগ্য ব্যাটারির ওপর বড় বাজি ধরেছে।
সূত্র: বিবিসি

 
Electronic Paper