ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনা নিয়েই ইংল্যান্ডে যান কোহলি!

ক্রীড়া ডেস্ক
🕐 ১০:৪২ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২২

করোনা নিয়েই ইংল্যান্ডে যান কোহলি!

দীর্ঘ সময় ধরে ব্যাটে রান পাচ্ছেন না বিরাট কোহলি। সেঞ্চুরি তো দূরের কথা হাফসেঞ্চুরিও ছুঁতে কষ্ট হচ্ছে তার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ওয়ানডে, টি-টোয়েন্টির নেতৃত্ব হারিয়েছেন।

সবমিলিয়ে কোহলির ভাগ্যাকাশের কালো মেঘ সরছেই না। এখন আবার আরো এক দুঃসংবাদ। যদিও সেরে ওঠার পরই জানা যায় দুঃসংবাদটি।

ইংল্যান্ডে গিয়ে জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেছিলেন কোহলি। মালদ্বীপ ভ্রমণে গিয়ে করোনা আক্রান্ত হন তিনি। যদিও শারীরিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় জানতেন না যে তিনি কোভিড-১৯ পজিটিভ। লন্ডনে পৌঁছে জানা যায় তার শরীরে করোনাভাইরাস বাসা বেঁধেছে।

এখন তিনি অনেকটাই সুস্থ। এরপরও লেস্টারশায়ারের বিপক্ষে ২৪ জুনের প্রস্তুতি ম্যাচে নামা হবে না কোহলির। করোনা থেকে সেরে ওঠার পর ক্রিকেটারদের বেশি পরিশ্রম করানোর পক্ষপাতী নয় ভারতীয় বোর্ড।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে উড়ে যেতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। কোহলির সুস্থতার বিষয়টি জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যাচ্ছে কোহলিকে। নেটে সাবলীলভাবেই ব্যাট করেন তিনি। তবে দলে একের পর এক করোনার হানা কিছুটা তো দুশ্চিন্তারই ভারতীয় শিবিরের জন্য।

আগামী ১ জুলাই থেকে বার্মিংহামে সিরিজের প্রথম টেস্ট। তার আগে ২৩ জুন থেকে লেস্টারশায়ারে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

 
Electronic Paper