ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বড়াইগ্রাম পৌরসভার উম্মুক্ত বাজেট ঘোষণা

জাহিদ হাসান, বড়াইগ্রাম (নাটোর)
🕐 ৯:১৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২২

বড়াইগ্রাম পৌরসভার উম্মুক্ত বাজেট ঘোষণা

নতুন কোন কর আরোপ ছাড়াই গ্রীন এবং ক্লিন পৌরসভা করার লক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ২০২২- ২০২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ১০ লক্ষ ৯১ হাজার ৭৫৩ হাজার টাকা উদ্বৃত্ত রেখে ২১ কোটি ৯৮ লক্ষ ১৩ হাজার ৪৫৩ টাকার বাজেট পেশ করা হয়।

বুধবার সকালে পৌর মিলনায়তনে উপসহকারী প্রকৌশলী নুরুল ইসলামের সঞ্চালনায়, মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট পেশ করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. জালালউদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, পৌর আ'লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস ইসলাম, ১নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল করিম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আতোয়ার রহমান,৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম সহ ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বাজেটের অর্থ বরাদ্দে নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করে একটি আধুনিক গ্রীন এবং ক্লিন ডিজিটাল পৌর শহর গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

 
Electronic Paper