ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তামিমের আর মাত্র ১৯ রান হলেই...

ক্রীড়া ডেস্ক
🕐 ১০:৫৫ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২২

তামিমের আর মাত্র ১৯ রান হলেই...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ স্কোরার মাহমুদউল্লাহ রিয়াদ। ২০১৮ সালে মিরপুর শেরে বাংলায় ক্যারিবীয়দের বিপক্ষে ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।

তবে এ পর্যন্ত দুই দলের ১৮ ম্যাচের দেখায় বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের, ৮৫৩।

৪৫ রান হলে দুই দলের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক হতে পারেন তিনি। যেটি সাবেক ক্যারিবীয় তারকা শিবনারায়ণ চন্দরপল ৮৯৭ রান করেছেন বাংলাদেশের বিপক্ষে।

এদিকে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় ফের ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওপেনিংয়ে নামবেন তামিম। চন্দরপলকে পেছনে ফেলে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি নিজের দখলে নিতে পারেন একটু দেখেশুনে খেলেই।

এছাড়াও এ ড্যাশিং ওপেনারের হাতছানিতে রয়েছে আরো একটি মাইলফলক ছোঁয়ার। আর মাত্র ১৯ রান দরকার তার। তাহলে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসাবে টেস্টে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন এই বাঁ-হাতি ওপেনার। এ মাইলফলকে প্রথম নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম।

অবশ্য মুশফিকের আগেই প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে মাইলফলক ছুঁতে পারতেন তামিম।

গত মাসে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে ১৩১ রানে রিটায়ার্ড হার্ট হন তামিম। ১৯ রানের আক্ষেপ রয়ে যায়।

দারুণ দুটি ইনিংস খেলে মুশফিক বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার আগে কৃতিত্বটি অর্জন করেন। ৮২ টেস্টে মুশফিকের রান ৫২৩৫। তামিম ৪৯৮১ রান করেছেন ৬৭ টেস্টে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিক।

 
Electronic Paper