দেশে ফিরেই ক্লাব ব্যস্ততায় জামালরা
ক্রীড়া ডেস্ক
🕐 ১০:২৪ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২২

ব্যর্থ এশিয়া কাপ বাছাই শেষে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। মালয়েশিয়া থেকে হ্যাভিয়ের ক্যাবরেরার দল রাত সোয়া ১২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
দেশে ফিরেই জামাল ভূঁইয়ারা যার যার ক্লাবে চলে গেছেন। আজ ক্লাবের অনুশীলনে যোগ না দিলেও আগামীকাল সবাই ক্লাবের হয়ে অনুশীলন করবেন। ২০ জুন থেকে প্রিমিয়ার লিগ আবার শুরু হবে। জামাল ভূঁইয়াদের বিশ্রামের সুযোগ নেই। জাতীয় দলের দায়িত্ব শেষে এখন আবার ফিরতে হচ্ছে ক্লাব ফুটবলের ব্যস্ততায়।
বসুন্ধরা কিংসের এএফসি কাপ ও জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছিল ৩৭ দিনের বিরতি। সেই বিরতি কাটিয়ে ২০ জুন বল মাঠে গড়ানোর কথা। রেফারিদের বিদ্রোহ খানিকটা অনিশ্চয়তা তৈরি করেছে লিগ পুনরায় শুরু নিয়ে। এই তিন দিনে রেফারি বিষয় বাফুফে কিভাবে সমাধান করে সেটাই দেখার বিষয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
