ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিউজিল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপে কোস্টারিকা

ক্রীড়া ডেস্ক
🕐 ১১:১০ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২২

নিউজিল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপে কোস্টারিকা

টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে কোস্টারিকা

নিউজিল্যান্ডকে কাঁদিয়ে আসন্ন কাতার বিশ্বকাপে ৩২তম দল হিসেবে নিজেদের জায়গা পাকা করল কোস্টারিকা। আন্তঃমহাদেশীয় প্লে-অফে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে কোস্টারিকা।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। এরপর আর তাদের চড়ে বসতে দেয়নি কোস্টারিকা। এক গোলের লিড শেষ পর্যন্ত বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে নিল মধ্য আমেরিকার দেশটি।

কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ জুন) রাতে মুখোমুখি হয় দল দুইটি। ম্যাচের এক মাত্র গোলটি করেছেন জোয়েল ক্যাম্পবেল। ক্যাম্পবেলের ওই গোলেই স্বপ্ন ভেঙেছে নিউজিল্যান্ডের।

ম্যাচের তৃতীয় মিনিটের মাথায় জিউইসন বেনেটের পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন সাবেক আর্সেনাল স্ট্রাইকার ক্যাম্পবেল। ওই একটা গোল আগলে রেখেই অনেকটা নেতিবাচক ফুটবল খেলেছে কোস্টারিকা। বরং বারবার আক্রমণে গেছে নিউজিল্যান্ড।

 
Electronic Paper