ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ পেছাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
🕐 ১০:১০ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২২

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ পেছাল বাংলাদেশ

আন্তর্জাতিক ফুটবল খেলতে না পারায় ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফিফা র‍্যাঙ্কিংয়ে খুবই খারাপ অবস্থানে ছিল বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ের পেছাতে পেছাতে দলটির অবস্থান গিয়ে ঠেকেছিল ১৯৭ তে।

সেই শঙ্কা কাটিয়ে ফিরেই ২০১৯ সালে ১৮২ তে উঠে এসেছিল জামালরা। কিন্তু ২০২২ এ আবারও একটু ধাক্কা খেল বাংলাদেশ।

এদিকে শনিবার (১১ জুন) এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে জামাল ভূঁইয়ার দল। এই হারের মধ্যে দিয়েই আবার র‍্যাঙ্কিংয়ে ১৯০ তে নেমে গেল বাংলাদেশ।

এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচগুলো খুবই কড়াকড়ি হয়ে থাকে। র‍্যাঙ্কিং, রেটিং পয়েন্ট ঠিক রাখার জন্য এ ম্যাচগুলোর ফল বেশ গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ৯৯ ধাপ এগিয়ে থাকা দল বাহারাইনের বিপক্ষে ২-০ গোলের হারে রেটিং পয়েন্ট ৫.০১ কমেছিল জামালদের। সে সঙ্গে র‍্যাঙ্কিংয়ে অবস্থানও এক ধাপ পিছিয়ে গিয়েছিল।

শনিবার (১১ জুন) ১৩৫ তম দল তুর্কমেনিস্তানের বিপক্ষে র‍্যাঙ্কিং ও রেটিং বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। গোলের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশই এগিয়ে ছিল। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পেরে ম্যাচটা ২-১ ব্যবধানে হেরেছে জামালরা। এতে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে ৭.৯। আর র‍্যাঙ্কিংয়ের দিক দিয়ে ৩ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৯২তম স্থানে।

 
Electronic Paper