ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খুলনায় সড়কে প্রাণ গেল দুইজনের, আহত ১০

খুলনা ব্যুরো
🕐 ৬:০৫ অপরাহ্ণ, জুন ০১, ২০২২

খুলনায় সড়কে প্রাণ গেল দুইজনের, আহত ১০

খুলনায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে বাস খাদে পড়ে দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের গুটুদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেল চালক সাতক্ষীরার তালা উপজেলার খলিসখালী গ্রামের আলী ওসমান (৩২) ও ভ্যান আরোহী ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের আব্দুল খালেক (৪০)। নিহত আলী ওসমান একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টটেটিভ ও আব্দুল খালেক গাছ কাটা শ্রমিক ছিলেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। অপরদিকে আবু ওসমান মোটরসাইকেলে খুলনার দিকে যাচ্ছিলেন। পথে গুটুদিয়া বাজারের কাছে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এ সময় মোটরসাইকেল ও পাশে থাকা ভ্যানকে ধাক্কা দিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আবু ওসমান ও ভ্যান আরোহী আব্দুল খালেক নিহত হন।

আহতদের মধ্যে তিনজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও বাকি পাঁচজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, আহত ও নিহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।

 
Electronic Paper