ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্ত্রীকে ভালোবেসে আপু, বাবু বলে ডাকা যাবে কি ?

স্ত্রীকে আপু , বাচ্চা, কলিজা বলে ডাকা উচিত নয় !

ডেস্ক নিউজ
🕐 ৫:৪৮ অপরাহ্ণ, জুন ০১, ২০২২

স্ত্রীকে ভালোবেসে আপু, বাবু বলে ডাকা যাবে কি ?

স্ত্রীকে ভালোবেসে অনেকে অনেক নামে ডাকে। কেউ কেউ আবার ভালোবাসার আবেগে আমার বাবু ,আপু , কলিজা বলেও ডেকে থাকি। তবে স্ত্রীকে এগুলি ডাকা যাবে কি?

এই প্রশ্নের উত্তর হলো, ভালোবাসার কারণে হোক কিংবা অন্য কোনো কারণে হোক, স্ত্রীকে আপু , বাচ্চা, কলিজা বলে ডাকা উচিত নয়। আল্লাহর রাসুল (সা.) একজনকে এভাবে বলতে শুনে- তা থেকে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ২২১০)

তাই প্রত্যেকের উচিত, স্ত্রীকে এভাবে সম্বোধন না করা। আগে করে থাকলেও এখন থেকে এমন সম্বোধন থেকে বিরত থাকা। আর প্রসঙ্গত জেনে রাখা জরুরি যে, কেউ যদি তার স্ত্রীকে এভাবে সম্মোধন করেও ফেলে, তবে এর দ্বারা তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।

তথ্যসূত্র: ফাতহুল কাদির : ৪/৯০-৯১; আল-বাহরুর রায়েক: ৪/৯৮; আদ্দুররুল মুখতার : ৩/৪৭; বাযলুল মাজহুদ : ১০/৩২২

 

 
Electronic Paper