ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ ঘোষণা

খোলা কাগজ ডেস্ক
🕐 ৪:১৯ অপরাহ্ণ, নভেম্বর ০৪, ২০১৮

শেয়ারবাজারে তালিকাভুক্ত বঙ্গজের পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় মুনাফার ১৪৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রেমুনাফার অতিরিক্তপরিমাণ রিজার্ভ কমে আসবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফু-ওয়াং সিরামিকের ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৮ টাকা। এই মুনাফার বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১ টাকার বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ১৪৭ শতাংশ। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ৪৭ শতাংশ রিজার্ভের সঙ্গে সমন্বয় করা হবে।

কোম্পানিটির ২০১৭-১৮ শেয়ারপ্রতি ০.৬৮ টাকা হিসেবে মোট ৮ কোটি ৪২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে শেয়ারপ্রতি ১ টাকা হিসেবে ১২ কোটি ৩৯ লাখ টাকার বোনাস লভ্যাংশ দেওয়া হবে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ৩ কোটি ৯৭ লাখ টাকার রিজার্ভ কমে আসবে।

 
Electronic Paper