গতকাল দৈনিক খোলা কাগজ পত্রিকার অনলাইনে “সুইচ গেট দিয়ে বোরো প্রকল্পে ঢুকছে পানি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, ভাঙ্গুড়া উপজেলার বিল অঞ্চলের দিলপাশার ইউনিয়ন, খানমরিচ ও অষ্টমনিষা ইউনিয়নের প্রায় চার হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান রয়েছে।
ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, গতকাল খোলা কাগজ পত্রিকার অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে। শনিবার সকালে সরেজমিনে পুঁইবিল ব্রিজের নিচে পানি রক্ষণাবেক্ষণের বাঁধ এবং সুইচ গেট পরিদর্শন করা হয়েছে।
তিনি বলেন, দ্রুত ব্যবস্থা নিতে পাউবোকে নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপ-সহকারি কৃষি অফিসার সুস্থির চন্দ্র সরকার, শ্রী রনজিৎ কুমার বর্মণ ও শারমিন জাহান প্রমুখ।