ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বরগুনায় প্রথম শ্রেণির ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি
🕐 ৫:৪২ অপরাহ্ণ, মে ২১, ২০২২

বরগুনায় প্রথম শ্রেণির ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে মানববন্ধন

বরগুনায় প্রথম শ্রেণির ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষন কমিটি।

শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনের এই কর্মসূচী পালিত হয়।

এসময় বক্তারা বলেন, বরগুনায় বারবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও এই জেলা সদরে অধুনিক প্রযুক্তি নির্ভর একটি ফায়ার স্টেশন নেই এবং প্রতিবার অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার কর্মীরা সফলতার সহিত কাজ করতে পারছেনা। যার জন্য প্রানহানি সহ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। তাই জেলা সদরে একটি প্রথম শ্রেনীর ফায়ার সার্ভিস স্টেশন দাবী করেন এবং সম্প্রতী বরগুনায় ঘটেযাওয়া অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দাবী করেন মানববন্ধনে অংশ গ্রহন কারী বক্তারা।

বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষন কমিটির সভাপতি অ্যাডভোকেট অনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মনির হোসেন কামাল, পৌর সভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা চম্পা, টিআইবির সাবেক সভাপতি আব্দুর রব ফকির এবং জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি হাসানুর রহমান ঝন্টু।

 

 
Electronic Paper