ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ | ১৯ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

আরিফ মোস্তফা, পিরোজপুর
🕐 ৫:৩৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২২

বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

পিরোজপুরের চরখালী-মঠবাড়িয়া সড়কের মঠবাড়িয়ায় গুদিঘাটা পি জি এস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রোহান পরিবহনের ধাক্কায় মোঃ মিলন হাওলাদার (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল হাওলাদারের একমাত্র ছেলে। সে তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মিলন বাড়ি থেকে বের হয়ে চরখালী-তুষখালী- মঠবাড়িয়া- সড়ক দিয়ে হেটে কলেজে যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে মঠবাড়িয়া গামী রোহান পরিবহন নামের বাসটি গুদিঘাটা পি জি এস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মিলন হাওলাদারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন হাওলাদারের মৃত্যু হয়।

মিলনের নিহত হওয়ার খবরে তার সহপাঠীরা তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের সামনের মঠবাড়িয়া সড়ক প্রায় দু ঘন্টা অবরোধ করে রাখে। এ ছাড়া বিক্ষুব্ধ জনতা রোহান পরিবহন নামের বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং ঘাতক বাস চালকের ফাঁসির দাবীতে শ্লোগান দেয়।

খবর পেয়ে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ মহিউদ্দিন মহারাজ, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইব্রাহিম, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক, মঠবাড়িয়া থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল ঘটনাস্থলে গিয়ে রোহান পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
অপরদিকে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ নিহত মিলন হাওলাদারের বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং ১লাখ ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেন।

মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, গাড়িটি কে আটক করা হয়েছে। চালক হেলপার পলাতক। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

 
Electronic Paper