ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্ল্যাক হোলে ভয়স্কর শব্দ!

ডেস্ক রিপোর্ট
🕐 ৫:৩৩ অপরাহ্ণ, মে ১৬, ২০২২

ব্ল্যাক হোলে ভয়স্কর শব্দ!

ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর সম্পর্কে আমরা অনেক শুনেছি। বিজ্ঞানীরা জানিয়েছেন মহাবিশ্বে এমন গহ্বর নিকষ কালো এবং এর আকর্ষণ ক্ষমতা এতটাই যে আলো পর্যন্ত এর মধ্য দিয়ে যেতে পারে।

ব্ল্যাক হোলের শূন্যতা শুষে নেয় আলোকেও। এবার সেই ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসা অদ্ভূত ও ভয় ধরিয়ে দেওয়ার মতো শব্দ শোনালেন নাসা-র বিজ্ঞানীরা।

ব্ল্যাক হোল থেকে ছুটে আসা চাপের তরঙ্গকে শব্দ তরঙ্গে পরিণত করে তা রেকর্ড করেছেন নাসা-র বিজ্ঞানীরা। এ সপ্তাহে সেই শব্দ রিলিজ করা হয়েছে নাসার তরফে।

নাসা-র তরফে বলা হয়েছে, ‘সাধারণভাবে মনে করা হয় মহাশূন্যে কোনও শব্দ নেই। কারণ সেটা বায়ুশূন্য। আর বায়ুশূন্য স্থান দিয়ে শব্দ চলাচল করতে পারে না। কিন্তু একটি গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে গ্যালাক্সিগুলি গ্যাস নির্গমন করতে থাকে। এর ফলেই শব্দ চলাচলের একটি মাধ্যম তৈরি হয়।’ নাসা ব্ল্যাক হোলের যে শব্দ রিলিজ করেছে তা আসল শব্দের থেকে অনেক গুন বেশি।

 

 
Electronic Paper