ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবছেন না মুমিনুল

ক্রীড়া ডেস্ক
🕐 ৩:৩২ অপরাহ্ণ, মে ১৪, ২০২২

প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবছেন না মুমিনুল

রোববার থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল ১০টায়। ঘরের মাঠে টেস্ট সিরিজে বেশ আত্মবিশ্বাসী মুমিনুল শিবির। আর তা ফুটে উঠল শনিবার ম্যাচ-পূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ২২ টেস্টে আছে মাত্র একটি জয়ের রেকর্ড। এমন পরিস্থিতি শ্রীলঙ্কা বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জ কি না, এমন প্রশ্নের জবাবে মুমিনুল নিজেদের খেলার প্রতি নজর রাখলেন।

তিনি বলেন, ‘ওদের পরিস্থিতি ওরা হ্যান্ডেল করবে। ওরা কী চিন্তা করছে সেটা আমাদের চিন্তা করার দরকার নেই। আমাদের কাজ হলো কীভাবে পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে পারি, কীভাবে ডমিনেট করতে পারি। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ওদের নিয়ে এত চিন্তা করছি না। ব্যাটসম্যান বা বোলার হিসেবে কীভাবে ভালো খেলতে পারব, এটাই চিন্তা করছি।’

দলের ব্যাটিং হাল খুব একটা ভালো না বাংলাদেশের। বিশেষ করে চতুর্থ ইনিংসে। সে প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘দেখেন প্রত্যেকটা সিরিজে এরকম ফেল হলে তো ব্যাটসম্যান হিসেবে সবাই জিনিসগুলো থেকে ওভারকাম করতে চায়। আমরা এগুলো নিয়ে কাজ করছি। আগের সিরিজে কী হয়েছে, সেটা নিয়ে চিন্তা করছি না। ওই কন্ডিশন আর এই কন্ডিশন আলাদা জিনিস। এখন এখানে কীভাবে এডজাস্ট করব এটা হলো গুরুত্বপূর্ণ। ওই জায়গা থেকে কতটা শিখছি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ।’

 
Electronic Paper