ঢাকা, রবিবার, ২৮ মে ২০২৩ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজধানীতে বাসার গ্রিল কেটে স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকার মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:০৫ অপরাহ্ণ, মে ০৪, ২০২২

রাজধানীতে বাসার গ্রিল কেটে স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকার মালামাল চুরি

ঈদের ছুটিতে বাসা ফাঁকা থাকায় রাজধানী ঢাকার হাতিরঝিলে একটি বাসার জানালার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ মে) দিবাগত রাতে বাসাটিতে এই চুরির ঘটনা ঘটে। বুধবার (৪ মে) সকালে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়।

বুধবার (৪ মে) সকালে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, মঙ্গলবার (৩ মে) দিবাগত রাতে বাসাটিতে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে হাতিরঝিল থানা পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, সকালে মহানগর প্রজেক্টের একটি বাসায় চুরি অভিযোগ পাই আমরা। বাসাটি থেকে স্বর্ণালঙ্কারসহ দামি মালামাল চুরি করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আমরা মাত্র বাসাটিতে এসেছি, অভিযোগের তথ্য যাচাই করে দেখছি।

তিনি বলেন, বাসাটির একটি শয়নকক্ষে এই চুরির ঘটনা ঘটেছে। বিস্তারিত তথ্য নিশ্চিত হয়ে পরে বলা যাবে।

 
Electronic Paper