ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘তফসিলের আগে সংলাপের দাবি অপ্রয়োজনীয়’

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তফসিল ঘোষণার আগে সংলাপের দাবি অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। কারণ দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে আলোচনা করতে হবে।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে নিরাপদ সড়ক দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে। অর্থাৎ হাতে তেমন সময় নেই। তাছাড়া নির্বাচনের জন্য শান্তিপূর্ণ যে পরিবেশ দরকার, তাও বিরাজমান। এই শান্ত পরিবেশে সংলাপ বাড়তি ঝামেলা। এ ঝামেলা সৃষ্টির প্রয়োজন নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, সড়ক ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ইকরামুল হাসান, 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

 
Electronic Paper