ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল ৬ মাস, বিদেশ গমনে ‘না’

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল ৬ মাস, বিদেশ গমনে ‘না’

আগের শর্ত বহাল রেখে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা স্থগিত করে তার কারামুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ নিয়ে চতুর্থ বারের মতো তার মুক্তির মেয়াদ বাড়ানো হলো। রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।

আসাদুজ্জামান খান বলেন, আগের শর্ত বহাল থাকবে। বিদেশে যেতে পারবেন না খালেদা জিয়া। দেশে থেকেই তাকে চিকিৎসা নিতে হবে। আর স্থায়ী মুক্তির জন্য যেতে হবে আদালতে। 

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের সাজা হয় খালেদা জিয়ার। দীর্ঘ ২৫ মাস কারাভোগের পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে তার ৬ মাসের দণ্ড স্থগিত করা হয়। এরপর তিন দফা তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।

এদিকে চলতি বছরের ১১ এপ্রিল করোনা আক্রান্ত হন খালেদা জিয়া। তখন ৫৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আগামী ২৪ সেপ্টেম্বর তার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে। এ অবস্থায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে তার পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছিল।

 
Electronic Paper