ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘রায়ের কপি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
🕐 ৫:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৮

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে হামলার ঘটনা সত্য হলে, ২০১৮ সালে এসে যে রায় হলো তা সঠিক। এ মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিন আসামির মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হবে। তবে রায়ের কপি হাতে পাওয়ার পর তা দেখে বিশ্লেষণ করে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায় সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল বাজারে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি। এটি পাওয়ার পর, বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার সম্পর্কে আমরা কেউ কিছু জানি না। একমাত্র প্রধানমন্ত্রীই এ বিষয়ে বলতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। জনগণই দেখছে, তাদের কোনো কর্মসূচিতে কেউ সাড়া দিচ্ছেন না।’

এর আগে আইনমন্ত্রী সকালে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেন যোগে আখাউড়ায় আসেন।

পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে উপজেলা মোগড়া, মনিয়ন্দ, কর্নেলবাজার এলাকায় গণসংযোগ করেন।

এ সময় অন্যদের মধ্যে মন্ত্রীর সঙ্গে ছিলেন- আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন, মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন ভূইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে মন্ত্রী কসবার উদ্দেশে রওনা হন।

 
Electronic Paper