ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

জাপার নজর ইসিতে

মাহমুদুল হাসান
🕐 ৬:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২১

জাপার নজর ইসিতে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে জাতীয় পার্টির (জাপা) ‘যোগ্য নেতৃত্ব’ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। নির্বাচনে ৩০০ আসনেই যেন জাপা প্রার্থী দিতে পারে সে কর্মপরিকল্পনায় কাজ করছেন তারা। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরও প্রতিনিয়ত ভার্চুয়ালি খোঁজ-খবর রাখছেন। জাতীয় পার্টির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। নেতারা বলছেন, পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ধারণ এবং তার ‘স্বপ্ন’ বাস্তবায়নে তারা কাজ করছেন। মানুষের কাছে যাচ্ছেন। তারা জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছেন। 

নানা ‘ষড়যন্ত্র’ মোকাবিলা করে বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে নেতারা ঐক্যবদ্ধ রয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ। নির্বাচন কমিশন গঠনে মতামত দিতে চায় জাপা। এছাড়া দলে জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আগে তারা দল গোছাতে চান। পাশাপাশি কেমন ইসি গঠন হয় তার ওপর নির্ভর করে নিজেদের অস্তিত্ব জানান দেবে জাপা।

জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দৈনিক খোলা কাগজকে বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে এখন পর্যন্ত ওইভাবে কোনো আইন নেই। প্রচলিত যে রীতি সার্চ কমিটি গঠন করা। সেক্ষেত্রে সরকার আমাদের মতামত চাইলে দেব। আমরা সব সময় নিরপেক্ষ এবং শক্তিশালী একটি কমিশন চাই। যারা অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দিতে পারবে।’

তিনি বলেন, ‘৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছি। সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন- এসব লোকই আমরা সব জায়গায় প্রস্তুত করছি। দেশবাসীর সমর্থন এবং আস্থা অর্জনে কাজ করতে হবে। করোনাকালে মানুষের পাশে যতটুকু পারা যায় সাহায্য করছি। জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি।’

পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু দৈনিক খোলা কাগজকে বলেন, ‘আমরা একটি কার্যকরী নির্বাচন কমিশন চাই। স্বাধীন, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ইসি চাই। আশা করি, সরকার সেই পদক্ষেপ নেবে। ভোটারবিহীন ভোট আর চাই না।’

নির্বাচনী ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে ইসি গঠন হোক। একটি স্বাধীন ইসি গঠন হলেই নির্বাচনে যাওয়া না যাওয়া প্রশ্নগুলো আসবে।’

জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু খোলা কাগজকে বলেন, ‘আগের যে কোনো সময়ের চেয়ে জাতীয় পার্টি অনেক বেশি শক্তিশালী। আমাদের পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি নিয়মিতই ভার্চুয়ালি খোঁজ-খবর রাখেন। কারোনাকালে মাঠপর্যায়ে সাংগঠনিক কর্মসূচি বন্ধ রাখা হয়েছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

এদিকে জাপার প্রধান পৃষ্ঠপোষক এরশাদের স্ত্রী রওশনকে চেয়ারম্যান ঘোষণা দলে জাপার নতুন কমিটি আমলে নিচ্ছেন না মূল অংশের নেতারা। এরমধ্যে রংপুরে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

 
Electronic Paper