ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যুবদল নেতা মজনু ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
🕐 ৫:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

যুবদল নেতা মজনু ৫ দিনের রিমান্ডে

জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলায় ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সাবেক সভাপতি রফিকুল আলম মজনুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। তার আইনজীবী রিমান্ড বাতিলের এবং জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে একটি সমাবেশ করেন। ওইদিন সমাবেশ থেকে দলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পুলিশের ওপর হামলা, হত্যাচেষ্টা ও ভাঙচুর চালানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করে। মামলায় এজাহারভুক্ত ৪৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২শ’ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

 
Electronic Paper