ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভূমিদস্যুদের আগ্রাসনের শিকার আমাদের শহর: তাপস

নিজস্ব প্রতিবেদক
🕐 ৫:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১

ভূমিদস্যুদের আগ্রাসনের শিকার আমাদের শহর: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘বিভিন্ন হাউজিং কোম্পানি অবৈধভাবে নিচু জমি ভরাট করে (আবাসন প্রকল্প) নির্মাণ করছে। ভূমিদস্যুদের দ্বারা আমাদের শহর আগ্রাসনের শিকার। সেই বিষয়গুলো আমরা সরেজমিন দেখেছি।’

বুধবার ৭৫ নম্বর ওয়ার্ড পরিদর্শনে গিয়ে তাপস সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘কিছু হাউজিং কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুমতি ছাড়া জমি দখল করছে। তারা যত্রতত্র হাউজিং করছে, যেখানে মানুষজন ভুক্তভোগী হচ্ছে। তারা অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। আমরা আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি এখানে ড্রেজিং বন্ধ করতে হবে। যত্রতত্র বিনা অনুমতিতে হাউজিং করা যাবে না। এগুলো সব বন্ধ এবং প্রয়োজন হলে তাদের সব যন্ত্রপাতি আমরা বাজেয়াপ্ত করব।’

সেসময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, সচিব মো. আকরামুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন প্রমুখ।

 
Electronic Paper