আইজিপির সাক্ষাৎ চান বিএনপি নেতারা
নিজস্ব প্রতিবেদক ৪:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সাক্ষাৎ চেয়েছেন বিএনপি নেতারা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির কর্মসূচিতে নিরাপত্তার বিষয়ে আলোচনার জন্য এ সাক্ষাৎ চান তারা। এ সংক্রান্ত একটি চিঠি আইজিপি বেনজীর আহমেদের কাছে পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, চিঠিতে ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় আইজিপির সাক্ষাৎ চাওয়া হয়েছে। বিএনপির একটি প্রতিনিধি দল আইজিপির সঙ্গে সাক্ষাৎ করবে। অই প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা আবদুস সালাম, উপদেষ্টা বিজন কান্তি সরকার, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।