ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঐক্যের সমাবেশে যোগ দেবেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৮

যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যোগ দিবে বলে জানা গেছে।
শনিবার বিকাল তিনটায় মহানগর নাট্যমঞ্চে যুক্তফ্রন্ট’ ও জাতীয় ঐক্য প্রক্রিয়া এই সমাবেশের আয়োজন করেছে।
এতে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও আবদুল মঈন খানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, ‘আমরা বিএনপির মহাসচিবসহ তিন জন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করি তারা সমাবেশে যোগ দেবেন।’
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. একিউই এম বদরুদ্দোজা চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান, জেএসডির সভাপতি আ স ম রবের দল মিলে বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দিয়েছে।
এ দিকে গতকাল বিকালে অনেকটা আকস্মিকভাবে বি চৌধুরী বাসায় যান মির্জা ফখরুলসহ তিন বিএনপি নেতা। তারা বি চৌধুরীর সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করেন।
বি চৌধুরীর বারিধারার বাসায় বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ।
এছাড়া বৈঠকে অংশ নেন, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী।
তবে বৈঠক প্রসঙ্গে কোনো পক্ষই কিছু বলেনি।
সমাবেশে ড. কামাল হোসেনের সভাপতিত্বে বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথি থাকবেন।

 
Electronic Paper