ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাসপাতালে ভর্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি খালেদা

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৮

নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়ে চিকিৎসার কথা জানিয়েছে জেল কর্তৃপক্ষ। তবে ভর্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি খালেদা।


মঙ্গলবার বিকেলে আইজি প্রিজন্সসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্টটি পড়ে শোনান। পরে খালেদা জিয়ার কাছে বিএসএমএমইউতে ভর্তির বিষয়ে জানতে চাইলে তিনি তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে কথা বলে জানাবেন বলে জানিয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে।

কারা সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে চিকিৎসক বোর্ডের ব্যবস্থাপত্র, তার কী কী করণীয়- এ বিষয়ে খালেদা জিয়াকে ব্রিফ করা হয়। তবে তিনি কোনো সিদ্ধান্ত জানাননি।

এছাড়া মঙ্গলবার দুপুর ১টার দিকে বিএসএমএমইউতে যান আইজি প্রিজন্স ব্রি. জে. সৈয়দ ইফতেখার উদ্দীন। খালেদাকে বিএসএমএমইউতে ভর্তি করলে কোথায় রাখা হবে, কীভাবে তার চিকিৎসা চলবে এসব বিষয়ে বিএসএমএমইউর ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলেন।

খালেদার চিকিৎসার বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান বলেন, ‘বোর্ডের ব্যবস্থাপত্রটি কারা অধিদফতর থেকে নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে তাদেরই ব্যবস্থা নেয়ার কথা। বিষয়টি আমার জানা নেই।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না।’

এ দিকে কারাবন্দী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বুধবার বিকেলে নাজিম উদ্দিন রোডের কারাগারে যাবেন তার দুই আইনজীবী। তারা হলেন মাসুদ আহমেদ তালুকদার এবং সানাউল্লাহ মিয়া।

এর আগে রোববার দুপুরে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তির সুপারিশ করেছে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড।

 
Electronic Paper