ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিদেশমুখী বিএনপি

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির বিদেশে দৌড়ঝাঁপ বাড়ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সপ্তাহে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করে ইতোমধ্যে দেশে ফিরেছেন।

জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে প্রথম বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে।
এবার ইউরোপীয় ইউনিয়নমুখী (ইইউ) হচ্ছে বিএনপি। আগামী কয়েকদিনের মধ্যেই বিএনপির একটি প্রতিনিধিদল ইউরোপ যেতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে যাবে বিএনপির ওই প্রতিনিধিদল। আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ নিজেদের সব দাবি-দাওয়া সরাসরি ইইউয়ের কাছে তুলে ধরাই হবে বিএনপির এই মিশনের লক্ষ্য। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইইউ মিশনে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. মঈন খানও তার সঙ্গী হতে পারেন। এ ছাড়া আরও কয়েকজন বিএনপি নেতা ইইউ যাত্রার সারথি হতে পারেন। তবে এখনো নিশ্চিত হয়নি কারা কারা যাবেন। এ ছাড়া শিগগিরই বিএনপির একটি প্রতিনিধিদল ব্রিটেনে যেতে পারে বলে জানা গেছে।
এর আগে গত জুন মাসে ভারতের নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনার জন্য বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল ভারত সফর করে। তারা দেশটির নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই মূলত, বিএনপির প্রতিনিধি দলের এ ভারত সফরে যায় বলে জানা গেছে। তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অপর দুই সদস্য হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এবং আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির। তারা ভারতে দুদিন অবস্থানকালে অবজারভার রিসার্স ফাউন্ডেশন-ওআরএফ, ভিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-ভিআইএফ এবং রাজীব গান্ধী ফাউন্ডেশন-আরজিএফের র্শীষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। অবজারভার রিসার্স ফাউন্ডেশন-ওআরএফ ভারতের অন্যতম একটি নীতিনির্ধারক সংস্থা। দেশটির সাবেক কূটনীতিক, আমলা, অর্থনীতিবিদ এবং বিশ্লেষক এই সংস্থার সদস্য। পিনাক রঞ্চন চক্রবর্তী এ সংস্থার বিশিষ্ট ফেলো।
এ ছাড়া গত আগস্টে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এ সময় আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, জার্মান, নরওয়ে, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কুয়েত, স্পেন, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও ডেপুটির দায়িত্বে থাকা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন, মানবাধিকার ও বাক স্বাধীনতা নিয়ে দলের মহাসচিব জাতিসংঘে কথা বলেছেন। কারণ এই পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আমাদের যারা বন্ধু, ডেভেলপমেন্ট পার্টনার তাদের এটা জানানো দরকার। জাতিসংঘও জানতে চায়। তাদের আমন্ত্রণে মির্জা ফখরুল সেখানে গিয়েছিলেন।

 
Electronic Paper