ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এলাকামুখী আ.লীগ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী তরুণ নেতারাও এখন এলাকামুখী।

তারা এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজে যোগ দিচ্ছেন। এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন। যাচ্ছে ভোটার ও দলীয় নেতাকর্মীদের কাছে। গত দুই ঈদে তারা বস্ত্র বিতরণ করেছেন অনেকে। আলোচনা সভায় যোগ দিচ্ছেন। ঈদ পুনর্মিলনী, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন নিয়ে ব্যস্ত রয়েছেন তারা। দলের  কেন্দ্রীয় যেসব নেতা গুরুত্বপূর্ণ পদে আছেন তারাও সুযোগ পেলে এলাকায় যাচ্ছেন। এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন। যারা মন্ত্রিপরিষদে আছেন তারাও সময় পেলেই এলাকায় ছুটে যাচ্ছেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক থেকে শুরু করে অনেক মন্ত্রী-এমপি সময় পেলেই এলাকায় ছুটে যান। তারা এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় সমস্যা সমাধানের চেষ্টা করছেন। এ ছাড়া দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রায় প্রতি সপ্তাহেই কুষ্টিয়ায় নিজ এলাকায় যাচ্ছেন। গত ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাই এলাকায় গিয়েছিলেন। তারা সময় পেলেই এলাকায় যাচ্ছেন। সরকারের উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরছেন।
নির্বাচনী বছরের শেষ সময়ে দেশি-বিদেশি ‘নানান ষড়যন্ত্রের আশঙ্কা করে নেতাকর্মীদের সবসময় সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।’
এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিভিন্ন সময় সাংবাদিকদের বলেছেন, আমরা জানি-আরও চক্রান্ত আছে। গোপন গোপন বৈঠক হচ্ছে, দেশে হচ্ছে বিদেশে হচ্ছে। এ ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক ও প্রস্তুত আছি। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের অফিস সক্রিয় থাকে। প্রতিদিন আমরা পরিস্থিতির মূল্যায়ন করি। কোনো বিষয়ে আমাদের যদি ঘাটতি থাকে নেত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেই এবং এগিয়ে যাই।
এদিকে নির্বাচনী বছরে নিজেদের পরিচিতি বাড়াতে ও আলোচনায় থাকতে অনেকে নানান কর্মসূচি নিয়ে মাঠে রয়েছেন আওয়ামী লীগের তরুণ মনোনয়নপ্রত্যাশীরাও। যাচ্ছেন ভোটার ও দলীয় নেতাকর্মীদের কাছে। আলোচনা সভা, শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন নিয়ে ব্যস্ত রয়েছেন তারাও।
আগামী জাতীয় নির্বাচনে শরীয়তপুর-২ আসনে দলীয় মনোনয়ন চান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। ছাত্রলীগের সাবেক এই সভাপতি তার নির্বাচনী এলাকার প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় গণসংযোগ, কর্মিসভা করে চলেছেন। ঈদের আগে-পরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একাধিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

 
Electronic Paper