ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিলেন চরমোনাই পীর

খোলাকাগজ ডেস্ক
🕐 ৭:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে বায়তুল মোকাররম থেকে দূতাবাস অভিমুখে গণমিছিল যাবে। ফ্রান্সে প্রকাশ্যে বহুতল ভবনে রাসুল সা. এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অপর দিকে রোববার বিকেলে রাজধানীর উত্তরায়  এক অনুষ্ঠানে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্নীতি, দুঃশাসন,নারী নির্যাতন-ধর্ষণ দেশকে চরম সংকটে ঠেলে দিয়েছে। নারী নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। সব অস্থিরতা থেকে মুক্তি পেতে ইসলামের অনুশাসনে ফিরে আসতে হবে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়।

তিনি বলেন, ‘দেশে আইনের শাসন না থাকায় নারী নির্যাতন ও ধর্ষণ সীমাহানভাবে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ বন্ধ করতে হলে এর উৎসগুলো আগে বন্ধ করতে হবে। সেই সঙ্গে শিক্ষার সব স্থরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পাড়ায় মহল্লায় ধর্ষণবিরোধী কমিটি গঠন করে ধর্ষণ বন্ধে ইসলামের বিধান তুলে ধরতে হবে।

 
Electronic Paper