ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজধানীতে চাঙ্গা আওয়ামী লীগ

সালাহ উদ্দিন জসিম
🕐 ৯:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

তৃণমূলে দ্বন্দ্ব-সংঘাত থাকলেও রাজধানী ও কেন্দ্রে চাঙ্গা হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানী ঢাকার দুই কমিটি গঠন ও পাঁচ সংগঠনের কমিটি পূর্ণাঙ্গ গঠনের মধ্য দিয়ে প্রাণ ফিরেছে দলটিতে। ক্ষমতার স্বাদ ও পদবঞ্চিত অনেকেই নিষ্ক্রিয় থাকলেও ইতিমধ্যে সরূপে ফিরেছেন। দলের পদ পেয়ে বেশ ফুরফুরে মেজাজে নেতারা আসছেন কার্যালয়ে। গত রোববার ও সোমবার দলের সহযোগী ও অঙ্গসংগঠন শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় ও দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

টানা তিন মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। দল বা সংগঠনগুলো নিয়ে নানা সময় সমালোচনা হলেও সরকারে বেশ ভালো করেছে তারা। করোনা মহামারী, পাহাড় ধস, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগেও বেশ সক্ষমতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা প্রশংসার দাবি রাখে। তবে ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপকর্মে যুবলীগ-ছাত্রলীগসহ আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততায় বেশ বেকায়দায় পড়েছিল ক্ষমতাসীন দলটি। ইতিমধ্যে সেটিও ঠা-া মাথায় নিয়ন্ত্রণ করে সুনামের ধারা ফিরিয়ে এনেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার নির্দেশে একে একে সব সংগঠন সম্মেলন করে নতুন নেতৃত্ব বাছাই করেছে। বাদ দেওয়া হয়েছে বিতর্কিতদেরও। এখন পূর্ণাঙ্গ কমিটি করার মধ্য দিয়ে ষোলোকলা পূর্ণ হয়েছে।

জানা গেছে, গত রোববার রাতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের। গতকাল সোমবার ঘোষণা হয়েছে কৃষকলীগ, মহিলা শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি। এছাড়া পাইপলাইনে আছে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি। এছাড়া যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি। গেল মাসেই পূর্ণাঙ্গ কমিটির খসড়া দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জমা পড়েছে।

ঢাকার বাইরে জেলা ও উপজেলা পর্যায়ে এমপি ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও কেন্দ্রে এটি আর নেই। সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গের মধ্য দিয়ে কেন্দ্র আরও চাঙ্গা হয়েছে। এতে সাবেক ছাত্রনেতা ও দীর্ঘদিন রাজনীতিতে সম্পৃক্ত থেকেও পদ না পাওয়া নেতারা ঠাঁই পেয়েছেন। এতে অনেকের মধ্যেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

নতুন ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আ জ ম খসরু বলেন, ‘দুই সহ-সভাপতির পদ খালি রেখে আমাদের ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। নতুন কমিটি হওয়ায় আমাদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নতুন উদ্যমে কাজ করব আমরা।’

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘সেবা-শান্তির পতাকাবাহী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এ করোনায় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা হওয়ায় আমরা উজ্জীবিত। সেবার ব্রত নিয়ে নতুন করে আমরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মানুষের পাশে থাকব। ভবিষ্যতে নেত্রীর নির্দেশে যে কোনো সংকটে আমরা কাজ করতে বদ্ধপরিকর।’

এ বিষয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বলেন, ‘পাঁচটি সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সংগঠনগুলোর কাজের গতি বাড়বে। প্রতিটি সংগঠন সুসংহত ও শক্তিশালী সাংগঠনিক বলয় গড়ে তুলতে পারবে বলে আশা করি।’

কমিটি অনুমোদন দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নবনির্বাচিত সব সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনকে আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী হিসেবে পরিণত করবেন।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ-আধুনিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগণকে সম্পৃক্ত এবং তাদের ঐক্যবদ্ধ করতে এ কমিটি যথাযথ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’

 
Electronic Paper