ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আ.লীগের প্রার্থী মনু যাত্রাবাড়ীর ভোটার না হয়েও ভোট দিয়েছে: সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

ঢাকা-৫ আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু যাত্রাবাড়ী এলাকার ভোটার না হয়েও কি ভাবে তিনি ভোট দিলেন সেটা আমার বোধগম্য নয়।’

সালাউদ্দিন বলেন, ‘কাজী মনু এখানে ভোট দিয়েছে সারা দেশের মানুষকে সে একথা বলেছেন, আপনারা কি দেখেছেন তিনি ভোট দিয়েছে। আওয়ামী লীগের প্রার্থী মিথ্যা কথা বলেছেন যে তিনি গেন্ডারিয়ার ভোটার।’

আজ যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নির্বাচন পর্যবেক্ষণকালে তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন আহমেদ, ১৪টি ভোট কেন্দ্রে আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। শুধু এ জায়গায় দেখলাম দু-একটা এজেন্ট আছে। আমার ইচ্ছা থাকা শর্তেও শারীরিক অবস্থা ভালো না বিধায় আমি সবগুলো জায়গা পর্যবেক্ষণ করে দেখতে পারিনি।

সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, ‘৬০নং ওয়ার্ড এলাকায় বিএনপির এজেন্টদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। এজেন্টের বিভিন্ন নির্যাতন করা হচ্ছে আবার কোথাও কোথাও তাদের কাছ থেকে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এই সরকারের আমলে কোনভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি নির্বাচন কমিশনকে বারবার বলেছি তারা আমার অভিযোগগুলো আমলে নেয়নি। আমাদের কাছে তথ্য আছে। কোথায় কোন কেন্দ্রে কার নেতৃত্বে বিএনপির ভোটারদের এবং এজেন্টের প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে।’

 

 
Electronic Paper