ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রবীণ আইনজীবী আনিসুর রহমানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

প্রবীণ আইনজীবী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আনিসুর রহমান খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অ্যাডভোকেট আনিসুর রহমান গতকাল বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহে ইন্তেকাল করেন।

আজ বাদ জোহর ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে নগরীর গুলকিবাড়ি কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ পুরাতন জজ কোর্ট প্রাঙ্গণে তারঁ প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুম আনিসুর রহমান ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির দুইবারের সাধারণ সম্পাদক ও তিনবারের সভাপতি ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫। তিনি স্ত্রী, ৫ পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

 
Electronic Paper