ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘প্রধানমন্ত্রীই ক্ষমতায় এসে এক-এগারোর সরকারকে বৈধতা দিয়েছিলেন’

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

দেশে ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক-এগারোর সরকার তো তারাই এনেছিলেন।

বর্তমান ‘অবৈধ সরকারের’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এক-এগারোর সরকারকে বৈধতাও দিয়েছিলেন। সুতরাং সেই অভিজ্ঞতা তাদেরই আছে। এ বিষয়ে বিএনপির কিছু বলার নেই।
স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, দেশে এখন ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ওয়ান-ইলেভেনে যারা দেশকে ডিপলিটিসাইজ (বিরাজনীতিকরণ) করতে চেয়েছিল, তাদের সহযোগী ছিল মিডিয়ার একটি অংশ। যারা (মিডিয়ার ওই অংশ) উসকানি দিয়ে (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার সরকারকে হটানোর চক্রান্ত করছে।
এর জবাবে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, এক-এগারোর ষড়যন্ত্র তারাই করছে। তারাই বৈধতা দিয়েছে। তারাই শপথ অনুষ্ঠানে গিয়ে বলেছে এই সরকার তাদের আন্দোলনের ফসল।
ফখরুল অভিযোগ করে বলেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার বিভিন্ন কৌশল করছে। আর আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ দিচ্ছে। আমরা কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নই। আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক। সেজন্য তারা নানা অজুহাতে বিএনপির নির্বাচনে আসার পথে বাধা সৃষ্টি করছে। তবে খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই বিএনপি নির্বাচনে অংশ নেবে। আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই শপথ নিয়েছে বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, চেয়াপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, গোলাম সারওয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাবরেজ জামান, সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

 
Electronic Paper